নিজস্ব সংবাদদাতা: পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে হামলা সামসেরগঞ্জের জাফরাবাদ। এখানেই প্রকাশ্যে বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছিল। সোমবার দুপুরে নতুন করে সামসেরগঞ্জের জাফরাবাদে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা।
/anm-bengali/media/media_files/Dp6sASX02B2s4ytKnsFC.jpg)
এই পরিস্থিতিতে প্রাথমিকভাবে কেন্দ্র বাহিনী পিছু হটলেও পরে ফের বিশাল বাহিনী নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা ফিরে আসেন। ঘটনায় নতুন করে গ্রামবাসীদের মনে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা বলছেন, কেন্দ্রীয়বাহিনী চলে যাওয়ার পরে তাঁরা আর গ্রামে থাকতে পারবেন। আতঙ্ক জাফরাবাদকে গ্রাস করেছেন। কনভয় বড় রাস্তা দিয়ে চলে গেলেও গ্রামের ভিতর সেভাবে নিরাপত্তারক্ষীরা ঢুকছে না বলেও গ্রামবাসীরা অভিযোগ করছেন।