নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের প্রথম দিন আজ। আর ব্যস্ততম দিনেই কলকাতার বুকে ফের পথ দুর্ঘটনা। এবার শহরের একেবারে প্রাণকেন্দ্রে। পার্কস্ট্রিটে সোমবার সকালের ব্যস্ত সময়ে রেলিং-এর ওপর উঠে পড়ল বাস।
হাওড়া থেকে যাদবপুর যাচ্ছিল বাসটি। পার্ক স্ট্রিটে এসে হঠাৎই রেলিং ভেঙে ডিভাইডারে উঠে পড়ে চলন্ত বাসটি। হাওড়া থেকে আসা সরকারি বাসটিতে ছিলেন অনেক যাত্রীই। আর বেশিরভাগই ছিলেন অফিস যাত্রী। তার মধ্যে ৫ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আর এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/14/sv5al5UrPq8I2zdr1yk7.png)
পুলিশের প্রাথমিক অনুমান, দ্রুত গতিতে আসছিল বাসটি। আর সেই সময় ব্রেক ফেল হওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। আপাতত, ক্রেনের সাহায্যে বাসটি সরানোর কাজ শুরু হয়েছে এবং সেই এলাকায় অন্যান্য যানবাহন ধীর গতিতে পাস হচ্ছে।