নিজস্ব সংবাদদাতা: থমথমে সামশেরগঞ্জ, ধুলিয়ান। এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফের জওয়ানরা। সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল পুলিশ ও আধা সেনার। এখনও পর্যন্ত অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
/anm-bengali/media/post_banners/o9qSWtpdhGeUxIUDSUEB.jpg)
চোখের সামনে ভয়ঙ্কর তাণ্ডব দেখে এখনও আতঙ্কিত এলাকাবাসী। স্পর্শকাতর এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। এলাকায় দোকান, বাজার বন্ধ, যানবাহন চলাচলও কম। গতকাল থেকে সামশেরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ নথিভুক্ত করছে পুলিশ প্রশাসন।