নিজস্ব সংবাদদাতা: খেলার মাঠ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র নবদ্বীপ ব্লকের ভালুকা। স্থানীয়দের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির বিস্ফোরক অভিযোগ উঠেছে। পাল্টা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। খেলার মাঠ দখলে বাধা দিলে প্রোমোটারের লোকজনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখানোর অভিযোগ। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/anm-bengali/media/post_banners/6B6v4x16e2gAc0wvFFah.jpg)