তেজস্বী যাদব কি বলেছেন?
বিরাটি থেকে গ্রেফতার পাকিস্তানের আজাদ! বাংলাদেশিদের জাল পাসপোর্ট তৈরি করে দিতেন
BREAKING : ৫ জুনের মধ্যেই সম্পূর্ণ হবে রাম মন্দিরের সম্পূর্ণ নির্মাণ ! দেখুন বড় আপডেট
BREAKING : জঙ্গিদের বাড়ি ভাঙতে গিয়ে, সাধারণ মানুষের বাড়ি ভাঙা উচিৎ নয় ! ফের বিতর্কিত মন্তব্য করলেন মেহবুবা মুফতি
রায়বেরেলিতে রেল কোচ কারখানায় পৌঁছেছেন রাহুল গান্ধী
BREAKING : ২০২৭-এ ‘সমাপ্তবাদী পার্টি’ হয়ে যাবে সমাজবাদী পার্টি ! অখিলেশকে চরম কটাক্ষ করলেন কেশব প্রসাদ মৌর্য
BREAKING : পুরীর মন্দিরের কর্মীরা অন্য কোনও মন্দিরে কাজ করতে পারবে না ! দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই বড় নির্দেশিকা জারি করলেন পুরীর সৌর মহাসৌর সভাপতি
BREAKING : রাজস্থানের এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট হ্যাক ! পহেলগাঁও-এর পর এবার ভারতে সাইবার হামলা চালালো পাকিস্তান
BREAKING : জাতীয় নিরাপত্তার স্বার্থে পেগাসাস ব্যবহার করা অন্যায় নয় ! 'সুপ্রিম রায়ে' বড় স্বস্তি পেল কেন্দ্র

উত্তপ্ত মুর্শিদাবাদ, আতঙ্কে বাড়ি ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা! দিল্লি যাচ্ছেন কার্তিক মহারাজ

মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনা করতে চান কার্তিক মহারাজ।

author-image
Tamalika Chakraborty
New Update
Kartik maharaj

নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ আইন নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে মুর্শিদাবাদে। পরিস্থিতি এতটাই অশান্ত যে বহু মানুষ প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। সুতি ও সামশেরগঞ্জের বিভিন্ন অঞ্চলে টহল দিচ্ছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে এবার দিল্লি রওনা হচ্ছেন কার্তিক মহারাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে জঙ্গিপুরের পরিস্থিতি জানাতে চান তিনি।

সামশেরগঞ্জ ও ধুলিয়ানে অলিতে-গলিতে চলছে বিএসএফ-এর টহল। স্থানীয়দের ছাদের ওপর জমা রাখা পাথর ও ইটের টুকরো সরিয়ে দিতে বলা হয়েছে। অনেকে বলছেন, এই টহল কিছুটা হলেও স্বস্তি দিয়েছে তাঁদের। এক বাসিন্দা জানান, “সেন্ট্রাল ফোর্স আসার পর আমরা একটু নিঃশ্বাস নিতে পারছি।”

তবে আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। কয়েকটি ভয়ানক রাত এখনও মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে। ছাদে স্তূপ করে রাখা পাথর ও ইট দেখে সন্দেহ প্রকাশ করেছেন বিএসএফ আধিকারিকরা। তাঁদের অভিযোগ, এগুলো পূর্ব পরিকল্পিতভাবে সংগ্রহ করা হয়েছিল। এক আধিকারিক বলেন, “আপনারাই দেখুন, বিল্ডিংয়ের ওপর কেন এই পাথর রাখা হয়েছে, বুঝে নিন। আমরা এগুলো সরাব না। স্থানীয়দের দিয়েই সরানো হবে।”

murshidabad.jpg

এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। অনেক বাসিন্দা অভিযোগ করছেন, বারবার ফোন করলেও পুলিশ কোনও সাড়া দেয়নি। এক স্থানীয় বলেন, “তিন ঘণ্টা ধরে ফোন করা হয়েছে, কিন্তু পুলিশের কোনও খোঁজ নেই। এখনকার শাসন ভয় ধরিয়ে দিচ্ছে।”

শনিবার সন্ধ্যায় রাজ্যের ডিজি রাজীব কুমার সামশেরগঞ্জে গিয়ে থানায় দীর্ঘ বৈঠক করেন। কিন্তু তৃণমূলেরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন:

“জঙ্গিপুর পুলিশের গাফিলতির ফলেই এই পরিস্থিতি। যদি তাঁরা তাঁদের থানা এলাকায় ঘটে চলা ঘটনার সঠিক তথ্য আগেই দিতেন, তাহলে ডিজি রাজীব কুমার এত দেরিতে নয়, আরও আগে আসতেন। তাঁরা বিষয়টিকে হালকাভাবে নিয়েছেন।”

পুলিশের ভূমিকা নিয়ে শুধু সাধারণ মানুষ নয়, কংগ্রেস ও বিজেপি-র অনেক নেতাও প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন।