নিজস্ব সংবাদদাতা: চাকরি হারিয়ে এবার সরব পশ্চিমবঙ্গের এসএসসি মামলার ২৫,৭৫২ জন শিক্ষকের একাংশ। সল্টলেকের এসএসসি ভবনের সামনে চার দিন ধরে চলা অনশন রবিবার প্রত্যাহার করলেও, আন্দোলন যে শেষ নয় তা স্পষ্ট জানিয়ে দিলেন তারা। এবার লক্ষ্য দিল্লি। দেশের রাজধানীর বুকে গর্জে উঠতে চলেছেন যোগ্য অথচ চাকরিচ্যুত শিক্ষকরা।
রবিবার বিকেলে ওয়াই চ্যানেলের অবস্থান মঞ্চ থেকে "যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ"-এর মুখপাত্র সুজয় ঘোষ ঘোষণা করেন, “অন্যের অন্যায়ের দায় আমরা নেব না। আমাদের অধিকার আমরা ছিনিয়েই নেব”। তিনি জানান, আন্দোলন থামবে না, বরং মাসব্যাপী কর্মসূচি চলবে।
কী কী কর্মসূচি?
১৬ এপ্রিল: দিল্লির যন্তর মন্তরে ধর্না
২২ এপ্রিল: কলকাতায় রাজভবন অভিযান
যাত্রাপথে বিভিন্ন রাজ্যে লিফলেট বিতরণ করে জনমত গঠনের পরিকল্পনা
প্রয়োজনে আমরণ অনশন-এর প্রস্তুতিও রয়েছে
চাকরিচ্যুত প্রায় ৫০-৬০ জন শিক্ষক সোমবার বাসে করে সড়কপথে রওনা দিচ্ছেন কলকাতা থেকে দিল্লি। তাঁরা সকলেই সেই তালিকার অন্তর্ভুক্ত, যারা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন কিন্তু নিজেদের নির্দোষ বলে দাবি করছেন। তাই এবার তাঁদের প্রতিবাদের ভাষা গর্জে উঠবে রাজধানীতেও।