আজও ফিরতে পারেননি ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম

চারদিন পরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা, যদিও সামশেরগঞ্জের বাড়িতে আজও ফিরতে পারেননি ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম।

author-image
Jaita Chowdhury
New Update
Monirul Islam

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়ঙ্কর। অশান্তির শুরু গত শুক্রবার থেকে। চারদিন পরে ফের ছন্দে ফিরছে স্পর্শ কাতর এলাকা। যদিও সামশেরগঞ্জের বাড়িতে আজও ফিরতে পারেননি ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। 

murshidabad violence

সূত্রের খবর, বাড়ির বাইরে একাধিক সিসি ক্যামেরায় ভাঙচুর চালানো হয়েছে। থানার পাশের বাড়িতে না ফিরতে পারলেও, মণিরুল সপরিবারে আছেন অন্য একটি বাড়িতে। 'পরিস্থিতি আরও একটু স্বাভাবিক হলে ফিরব', জানিয়েছেন বিধায়ক।