নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়ঙ্কর। অশান্তির শুরু গত শুক্রবার থেকে। চারদিন পরে ফের ছন্দে ফিরছে স্পর্শ কাতর এলাকা। যদিও সামশেরগঞ্জের বাড়িতে আজও ফিরতে পারেননি ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম।
/anm-bengali/media/media_files/2025/04/12/6venJMUyBYROetjRQIuG.JPG)
সূত্রের খবর, বাড়ির বাইরে একাধিক সিসি ক্যামেরায় ভাঙচুর চালানো হয়েছে। থানার পাশের বাড়িতে না ফিরতে পারলেও, মণিরুল সপরিবারে আছেন অন্য একটি বাড়িতে। 'পরিস্থিতি আরও একটু স্বাভাবিক হলে ফিরব', জানিয়েছেন বিধায়ক।