নিজস্ব সংবাদদাতা: এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে তাকে বিপাকে ফেললেন বাংলারই নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন, "অক্সফোর্ড ? – মাননীয়া মুখ্যমন্ত্রীর বিশ্বভ্রমণ রহস্য
এই অপমান আর কোথায় রাখি! শুনলাম, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নাকি বক্তৃতা দিতে চলেছেন! ভাবলাম, এ তো মহার্ঘ্য ব্যাপার! অক্সফোর্ড মানেই তো ব্রিটিশ মুকুটের হীরা! কিন্তু একটু খোঁজ করতেই দেখি, অক্সফোর্ড তো কিছুই জানে না। বিশ্ববিদ্যালয় নীরব, অথচ কলকাতার মিডিয়া উত্তাল – "মুখ্যমন্ত্রী অক্সফোর্ড যাচ্ছেন, বক্তৃতা দেবেন!"
আসলে, খোঁজ নিয়ে দেখা গেল, তিনি যাচ্ছেন Kellogg College। শুনলে মনে হয়, বুঝি কোনো দুধ-ভাতের দোকান! কে জানত, এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৩৮টা কলেজের একটা, একটু গ্রাজুয়েট কলেজ । সরল ভাষায় বললে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো এক কলেজে অতিথি বক্তৃতা দেওয়া আর বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে বক্তৃতা দেওয়া, দুটো জিনিস এক নয়।
অবস্থাটা যেন এমন – ECO Park বসে ছবি তুলে বলে দেওয়া, "আমি তাজমহলে এসেছি।"
তবে যাই হোক, আমাদের মুখ্যমন্ত্রীর এমন আন্তর্জাতিক আমন্ত্রণে আমরা গর্বিত! Kellogg-এর মঞ্চে বক্তৃতা দিতে যাচ্ছেন, আর আমরা ভাবছি – বুঝি অক্সফোর্ডের মূল গেটে বঙ্গের প্রতীক বসে গেছে!
সবশেষে, মাননীয়া মুখ্যমন্ত্রীকে "শুভ নন্দন", Kellogg College-এ বক্তৃতার জন্য! পরের বার যদি Hogwarts থেকেও ডাক আসে, অবাক হব না!
হ্যারি পটারকে পশ্চিমবঙ্গের রেশন কার্ড দেবে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী।।"
তার এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।