নববর্ষের আনন্দের মাঝেই শিলিগুড়ির (Siliguri Murder) বাগডোগরার ভুট্টাবাড়ি ফুটবল মাঠে ঘনাল ভয়াবহ কাণ্ড। মঙ্গলবার সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের ঠিক পিছন থেকে উদ্ধার হল ৩৫ বছরের যুবক বিক্রম রাইয়ের রক্তাক্ত নিথর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নেশার আসরে বচসার জেরেই সম্ভবত পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোরখপুরে এক কারখানায় কর্মরত বিক্রম জানুয়ারি মাসে ছুটিতে বাড়ি এসেছিলেন। আগামী ১৮ এপ্রিল তাঁর ফের কাজে যোগ দেওয়ার কথা ছিল। ঘটনার দিন সকালে মাঠে খেলার সময় কিশোরদের চোখে পড়ে রক্তাক্ত বিক্রমের দেহ। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। বাগডোগরা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দেহের পাশেই মিলেছে রক্তমাখা একটি বড় পাথর।
/anm-bengali/media/media_files/5FppnQZmhtKg234jXRoP.jpg)
এলাকাবাসীর অভিযোগ, ভুট্টাবাড়ি এলাকায় নিত্যদিন মাদক সেবন ও অবাধ নেশার আসর বসে। প্রশাসন এবং স্থানীয় নেতৃত্ব এই সব জানলেও কার্যত উদাসীন বলেই দাবি বাসিন্দাদের। তাঁদের দাবি, এলাকায় যেভাবে মাদক চক্র মাথাচাড়া দিচ্ছে, তার ফলেই এমন অপরাধ বাড়ছে। মৃতের দাদা সুখরাজ রাই ক্ষোভের সঙ্গে বলেন, “বিক্রম গোরখপুরে কাজ করত, এই মাসেই কাজে ফেরার কথা ছিল। অথচ কেউ ওকে পাথর দিয়ে পিটিয়ে খুন করেছে, প্রশাসন অবিলম্বে দোষীদের খুঁজে বের করুক।”
স্থানীয় বাসিন্দা বীণা ছেত্রীর অভিযোগ, “আমাদের এলাকায় মাদক কারবারীদের অবাধ দৌরাত্ম্য চলছে। প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মাদক। এই মৃত্যু শুধুই খুন নয়, প্রশাসনের গাফিলতির ফল। পুলিশকে এই ঘটনার পিছনে থাকা সব অপরাধীদের খুঁজে বের করে কড়া শাস্তি নিশ্চিত করতে হবে।”