রাহুল গান্ধী ক্ষমা চাইলে আমরা তাঁকে জেলে পাঠাবো! গর্জে উঠলেন সাভারকরের নাতি
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান কি বলেছেন?
হিমন্ত বিশ্ব শর্মা কি বললেন?
আইডি বিস্ফোরণ, আঘাত ভারতীয় জওয়ানের
কি বললেন হেমা মালিনী?
ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ফের ঘটনাস্থল ধাপা, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ
'দুধ মাঙ্গো গে তো ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গকে সন্ত্রাস কিয়ে তো এক বুন্দ জল ভি নেহি দেঙ্গে'- ফের স্পষ্ট করল বিজেপি
পহেলগাঁওয়ে হামলার প্রতিবাদ! নেপালে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা
সোজা গলা কেটে ফেলে দেওয়ার হুমকি পাক কর্মকর্তার! যুক্তরাজ্যে পহেলগাঁও হামলার প্রতিবাদ করতে গিয়ে এবার পাক কর্মকর্তার ক্ষোভের মুখে প্রতিবাদকারীরা- রইল ভিডিও

নববর্ষের দিন রক্তাক্ত রহস্য

সাংস্কৃতিক মঞ্চের পিছনে পড়ে মিলল যুবকের দেহ, মদের আসরে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ

author-image
Jaita Chowdhury
New Update
Hooghly Murder

ফাইল চিত্র

নববর্ষের আনন্দের মাঝেই শিলিগুড়ির (Siliguri Murder) বাগডোগরার ভুট্টাবাড়ি ফুটবল মাঠে ঘনাল ভয়াবহ কাণ্ড। মঙ্গলবার সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের ঠিক পিছন থেকে উদ্ধার হল ৩৫ বছরের যুবক বিক্রম রাইয়ের রক্তাক্ত নিথর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নেশার আসরে বচসার জেরেই সম্ভবত পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোরখপুরে এক কারখানায় কর্মরত বিক্রম জানুয়ারি মাসে ছুটিতে বাড়ি এসেছিলেন। আগামী ১৮ এপ্রিল তাঁর ফের কাজে যোগ দেওয়ার কথা ছিল। ঘটনার দিন সকালে মাঠে খেলার সময় কিশোরদের চোখে পড়ে রক্তাক্ত বিক্রমের দেহ। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। বাগডোগরা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দেহের পাশেই মিলেছে রক্তমাখা একটি বড় পাথর।

 

tmc murder .jpg

এলাকাবাসীর অভিযোগ, ভুট্টাবাড়ি এলাকায় নিত্যদিন মাদক সেবন ও অবাধ নেশার আসর বসে। প্রশাসন এবং স্থানীয় নেতৃত্ব এই সব জানলেও কার্যত উদাসীন বলেই দাবি বাসিন্দাদের। তাঁদের দাবি, এলাকায় যেভাবে মাদক চক্র মাথাচাড়া দিচ্ছে, তার ফলেই এমন অপরাধ বাড়ছে। মৃতের দাদা সুখরাজ রাই ক্ষোভের সঙ্গে বলেন, “বিক্রম গোরখপুরে কাজ করত, এই মাসেই কাজে ফেরার কথা ছিল। অথচ কেউ ওকে পাথর দিয়ে পিটিয়ে খুন করেছে, প্রশাসন অবিলম্বে দোষীদের খুঁজে বের করুক।”

 

স্থানীয় বাসিন্দা বীণা ছেত্রীর অভিযোগ, “আমাদের এলাকায় মাদক কারবারীদের অবাধ দৌরাত্ম্য চলছে। প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মাদক। এই মৃত্যু শুধুই খুন নয়, প্রশাসনের গাফিলতির ফল। পুলিশকে এই ঘটনার পিছনে থাকা সব অপরাধীদের খুঁজে বের করে কড়া শাস্তি নিশ্চিত করতে হবে।”