নবান্ন অভিযানে চান সৌরভ গঙ্গোপাধ্যায়কে! আমন্ত্রণ জানাতে গিয়ে আটক তিন চাকরিহারা

নবান্ন অভিযানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে গিয়ে আটক তিন চাকরিহারা।

author-image
Tamalika Chakraborty
New Update
Ssc


নিজস্ব সংবাদদাতা:  প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসে পুলিশের হাতে আটক হলেন তিনজন চাকরিহারা। মঙ্গলবার বেহালার বাড়িতে সৌরভকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন তাঁরা। তাঁরা নবান্ন অভিযানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে এসেছিলেন। জানা গিয়েছে, চাকরিহারাদের তরফে আরজি করে নির্যাতিতার বাবা-মাকে নবান্ন অভিযানে আমন্ত্রণ জানানো হয়েছে। 

sourav gangulyq2.jpg

তবে সৌরভ গঙ্গোপাধ্যায় সে সময় বাড়িতে না থাকায় তাঁদের সঙ্গে দেখা হয়নি। ঘটনাস্থলে আগে থেকেই উপস্থিত ছিল পুলিশ। চাকরি বঞ্চিতদের তিন সদস্যের প্রতিনিধিদল পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তাঁদের আটক করে ঠাকুরপুকুর থানায় নিয়ে যাওয়া হয়।

, ওই চাকরিপ্রার্থীরা সৌরভের কাছে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন। তবে কী কারণে তাঁদের আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পর ফের একবার রাজ্যে চাকরি-সংক্রান্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।