নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ন্যাশনাল হেরাল্ড অর্থপাচার মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আর এবার এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
/anm-bengali/media/media_files/lYb5SFurIK20QIxTR5lB.jpg)
তিনি বলেন, “ কংগ্রেসকে ধ্বংস করার জন্য এটা প্রধানমন্ত্রী মোদির চক্রান্ত। ইডি হল একেবারে বোকার দল। মোদি যা বলবে তাই করবে। আমাদের কোনও ভয় নেই, বিজেপি ও মোদির বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়ব।”