নিজস্ব সংবাদদাতা: ন্যাশনাল হেরাল্ডের অর্থ পাচার মামলায় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং অন্যদের বিরুদ্ধে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ইডি (ED) কর্তৃক দায়ের করা মামলার বিষয়ে কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা বলেছেন, "ইডি এবং সিবিআই সমস্ত বিরোধী নেতাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করছে...এটা অনেক দিন ধরেই চলছে...কিন্তু আমরা এটাকে পাত্তা দিই না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব..."।
/anm-bengali/media/media_files/2024/12/16/YtmJ5u7ZDccGQb2QGxS5.jpg)