নিজস্ব সংবাদদাতা: নববর্ষের সকালেই কলকাতা ছাড়ছেন মা দুর্গা! কুমোরটুলির কারিগর কৌশিক ঘোষের স্টুডিও থেকে সোজা নিউ জার্সির পুজো মণ্ডপে পৌঁছনোর তোড়জোড় সম্পূর্ণ। ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়ল শেষ মুহূর্তের শিল্পসজ্জা, যেখানে মায়ের চোখে-মুখে ফুটে উঠছে বিদেশ-বিলাসের প্রস্তুতি।
চলতি বছরে দুর্গাপুজো পড়েছে সেপ্টেম্বরের শেষ লগ্নে। তবে তার আগেই বিদেশের পুজো উদ্যোক্তাদের মধ্যে শুরু হয়ে গেছে মূর্তি তৈরির ধুম। কারণ কলকাতা থেকে বিদেশে মূর্তি পাঠানোর জন্য লাগে সময়, প্যাকিং আর ট্রান্সপোর্টের অনেক কাঠখড়। তাই গত বছরের পুজো শেষ হতেই বরাত পড়ে গিয়েছে কুমোরটুলিতে। নিউ জার্সির ত্রিনয়নী ফাইভার পুজোর মণ্ডপের জন্য বরাত এসেছিল কৌশিক ঘোষের কাছে।
/anm-bengali/media/media_files/x7j4PzIjgizxptYGr0c6.jpg)
দীর্ঘ দেড় মাসের অক্লান্ত পরিশ্রমে তাঁর তৈরি হয়েছে ৯ ফুট উঁচু, ১৬ ফুট চওড়া, ৫ চালার দুর্দান্ত এক ফাইবার দুর্গা। সঙ্গে লাল-সোনালি জরির সাজে মোড়া ঠাকুরের বাহার। নববর্ষের দিন সেই মূর্তির কাজ শেষ হয়েছে এক আনন্দঘন আবহে। এবার প্যাকিং সম্পূর্ণ করেই পাড়ি দেবে দেবী নিউ জার্সির উদ্দেশ্যে।
শিল্পী কৌশিক ঘোষ জানালেন, “আজকের দিনটা সত্যিই আমার কাছে বিশেষ। বাংলা নববর্ষে দুর্গা মূর্তির কাজ শেষ করাটা নিজের কাছেই একটা গর্বের অনুভূতি। এবার এই মূর্তি পাড়ি দেবে নিউ জার্সির পুজোয়। আগামী তিন মাসে আমেরিকা, কানাডা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সুইডেন, ইতালি— একের পর এক দেশে ১৪-১৫টি ফাইবার দুর্গা মূর্তি পাঠানোর কাজ চলছে। ইতিমধ্যে কিছু মূর্তি রওনা দিয়েও দিয়েছে। পুজোর সময় খানিক এগিয়ে আসায় আমরাও কাজের গতি বাড়িয়ে দিয়েছি।”
কুমোরটুলির অলিগলি পেরিয়ে এবার সেই দেবী দশভূজা সাজিয়ে তুলবেন প্রবাসী বাঙালির পুজোর আসর, দূরদেশের মাটিতেও বজায় থাকবে বাংলার দুর্গোৎসবের ঐতিহ্য।