সন্দেশখালির সহিংসতা নিয়ে দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। সন্দেশখালির শিবু হাজরা এবং উত্তম সর্দারের গ্রেপ্তারের ঘটনা নিয়ে বড় মন্তব্য করলেন তৃণমূল নেতা সুজিত বসু।
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূল নেতা সুজিত বসু বলেছেন, “কিছুদিন আগে আমাদের নেতারা সেখানে গিয়েছিলেন, আমরা আজ যাচ্ছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষের সঙ্গে কথা বলব। বিরোধীরা রাজনীতি করছে। কিছু ইস্যু থাকলেও এবং তাতে আমাদের লোকজন জড়িত থাকলেও আপনারা দেখেছেন দুজনকেই গ্রেফতার করা হয়েছে। শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে কিছু লোক অভিযোগ করেছে এবং দল ব্যবস্থা নিয়েছে। বিজেপি এবং সিপিএম এর থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে শান্তি চাই। সংবিধানে যা আছে তা মেনে চলা হবে।”
#WATCH | North 24 Paraganas, West Bengal: On the Sandeshkhali incident, TMC leader Sujit Bose says, "A few days back our leaders went there, we are going today and will talk to the people about the current situation. Opposition is doing politics, even if there is some issue and… pic.twitter.com/psoAsdz6nT