নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ বিলের বিরোধিতায় হিংসাত্মক বাতাবরণ তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। ইতিমধ্যেই সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবার এই হিংসা প্রসঙ্গে বিজেপি নেতা আরপি সিং দিলেন প্রতিক্রিয়া।
/anm-bengali/media/media_files/2025/04/12/62l0Kdfn7EfYJbTIuheK.jpg)
এদিন তিনি বলেন, “কেন তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) স্পষ্ট করে বলছেন না যে এটা ভুল? তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর কাছে গোয়েন্দা তথ্য আছে। তাঁর লোকেরা নিজেরাই এই সব করছে, এবং সরকার নিজেই এর সাথে জড়িত। এটা স্পষ্ট যে সরকারের ইচ্ছাতেই এই সব ঘটছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। তিনি তার ভোট ব্যাঙ্কের রাজনীতিতে সমস্ত সীমা অতিক্রম করছেন”।