নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের হিংসার ঘটনায় নতুন করে উত্তাল রাজ্য-রাজনীতি। এদিন এই সম্পর্কে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “অনেক দিন ধরেই বিজেপির নেতৃত্বে কিছু রাজনৈতিক দল ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং বিভেদ সৃষ্টির রাজনীতি করার চেষ্টা করে পশ্চিমবঙ্গে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছিল। আজ আমরা যা দেখলাম তা বিজেপির ষড়যন্ত্রের ফল। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয় তারা ইতিমধ্যেই এমন একটি সাম্প্রদায়িক ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছিল, যার পরে তারা হাইকোর্টে যাবে এবং তারপর মিডিয়ার সামনে পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারার দাবি জানাবে। এই সবই একটা বড় ষড়যন্ত্র। বিজেপি কেন এমন একটি আইন তৈরি করল যা দুটি ধর্মের মধ্যে প্রাচীর তৈরি করেছে? পুরো বিষয়টির মূল কারণ হল বিজেপি এই কঠোর আইন তৈরি করছে, যার আমরা তীব্র বিরোধিতা করেছি এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা পশ্চিমবঙ্গে এই আইন বাস্তবায়ন করব না”।
/anm-bengali/media/media_files/2025/04/12/xviEIlvn1aP48yMUrdOe.JPG)