নিজস্ব প্রতিবেদন : আজ ধর্মতলায় রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজো কার্নিভাল এবং চিকিৎসকদের দ্রোহ কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। এই দুই ঘটনার প্রেক্ষাপটে কুনাল ঘোষ তাঁর টুইটার হ্যান্ডেলে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি লেখেন, "যাঁরা পুজোর কার্নিভালে যাবেন, তাঁরা বাংলার উৎসব সংস্কৃতির অংশ; পাশাপাশি বিচ্ছিন্ন কুৎসিত সামাজিক অপরাধের নিন্দা ও ন্যায়বিচারের দাবিতেও আছেন। যাঁরা রেড রোডে থাকবেন, তাঁরাও ধর্ষক ও খুনির ফাঁসি চান।"
কুনাল ঘোষ বলেন, "অন্যদিকে যাঁরা তথাকথিত দ্রোহের (অপকার, অনিষ্ট) কার্নিভালে থাকবেন, তাঁদের মধ্যে নির্দিষ্ট কিছু রাজনৈতিক সংগঠনের সামান্য কিছু অরাজনীতির মুখোশধারী রয়েছে। তাঁরা ন্যায়বিচারের নামে চেয়ারের রাজনীতি করছেন এবং অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করছেন।"
তিনি আরো যোগ করেন, "এটা একটি প্রচেষ্টা বাংলার কার্নিভালের বদনাম করার। পুজো, উৎসব বয়কটের ডাকে জল ঢেলেছেন কোটি কোটি মানুষ, কিন্তু নিজেদের দ্বিচারিতায় ধরা পড়েছেন অনেকে। এখন কার্নিভাল ভাঙিয়ে নিজেদের প্রচারের চেষ্টা চলছে। যেমন, পুজো মানি না বলে মণ্ডপের পাশে স্টল করে বই বিক্রি; তেমনই কার্নিভালের কাছে নাটক সৃষ্টি করা হচ্ছে।"
এভাবে কুনাল ঘোষ সমাজের বর্তমান পরিস্থিতি এবং প্রতিবাদের মানে বিশ্লেষণ করেছেন, যেখানে একদিকে উৎসবের আনন্দ রয়েছে, অপরদিকে সামাজিক সমস্যাগুলি উত্থাপিত হচ্ছে। তাঁর বক্তব্য, উভয় ক্ষেত্রেই মানুষের উচিত সঠিকভাবে চিন্তা করা এবং ন্যায়বিচারের দাবি জানানো, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এই সমস্যাগুলিকে ব্যবহার করা উচিত নয়।
'উৎসবের পটভূমিতে দ্রোহের নাটক', চিকিৎসকদের 'দ্রোহ কার্নিভাল' নিয়ে বিরূপ মন্তব্য কুনাল ঘোষের
আজ ধর্মতলায় রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভাল ও চিকিৎসকদের দ্রোহ কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। কুনাল ঘোষ তাঁর টুইটে জানিয়েছেন, উৎসবের মাঝে কিছু রাজনৈতিক সংগঠনের উদ্দেশ্য অরাজকতা সৃষ্টি করা।
Follow Us
নিজস্ব প্রতিবেদন : আজ ধর্মতলায় রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজো কার্নিভাল এবং চিকিৎসকদের দ্রোহ কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। এই দুই ঘটনার প্রেক্ষাপটে কুনাল ঘোষ তাঁর টুইটার হ্যান্ডেলে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি লেখেন, "যাঁরা পুজোর কার্নিভালে যাবেন, তাঁরা বাংলার উৎসব সংস্কৃতির অংশ; পাশাপাশি বিচ্ছিন্ন কুৎসিত সামাজিক অপরাধের নিন্দা ও ন্যায়বিচারের দাবিতেও আছেন। যাঁরা রেড রোডে থাকবেন, তাঁরাও ধর্ষক ও খুনির ফাঁসি চান।"
কুনাল ঘোষ বলেন, "অন্যদিকে যাঁরা তথাকথিত দ্রোহের (অপকার, অনিষ্ট) কার্নিভালে থাকবেন, তাঁদের মধ্যে নির্দিষ্ট কিছু রাজনৈতিক সংগঠনের সামান্য কিছু অরাজনীতির মুখোশধারী রয়েছে। তাঁরা ন্যায়বিচারের নামে চেয়ারের রাজনীতি করছেন এবং অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করছেন।"
তিনি আরো যোগ করেন, "এটা একটি প্রচেষ্টা বাংলার কার্নিভালের বদনাম করার। পুজো, উৎসব বয়কটের ডাকে জল ঢেলেছেন কোটি কোটি মানুষ, কিন্তু নিজেদের দ্বিচারিতায় ধরা পড়েছেন অনেকে। এখন কার্নিভাল ভাঙিয়ে নিজেদের প্রচারের চেষ্টা চলছে। যেমন, পুজো মানি না বলে মণ্ডপের পাশে স্টল করে বই বিক্রি; তেমনই কার্নিভালের কাছে নাটক সৃষ্টি করা হচ্ছে।"
এভাবে কুনাল ঘোষ সমাজের বর্তমান পরিস্থিতি এবং প্রতিবাদের মানে বিশ্লেষণ করেছেন, যেখানে একদিকে উৎসবের আনন্দ রয়েছে, অপরদিকে সামাজিক সমস্যাগুলি উত্থাপিত হচ্ছে। তাঁর বক্তব্য, উভয় ক্ষেত্রেই মানুষের উচিত সঠিকভাবে চিন্তা করা এবং ন্যায়বিচারের দাবি জানানো, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এই সমস্যাগুলিকে ব্যবহার করা উচিত নয়।