নিজস্ব সংবাদদাতা: রেড রোডে ঈদের নামাজ পাঠের পবিত্র মুহুর্তে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর সেখান থেকেই সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। একই সাথে বিরোধী দলগুলিকে নিলেন একহাত।
/anm-bengali/media/post_attachments/eec42439-2a7.png)
এদিন তিনি বলেন, “ধর্ম সবার। কারও প্ররোচনায় পা দিয়ে দাঙ্গা করবেন না। দাঙ্গা আমাদের নীতি নয়। রাম-বাম একসাথে গিয়েছিল। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ‘আপনি কি হিন্দু?’ আমি বলেছিলাম, ‘আমি হিন্দু, আমি শিখ, আমি মুসলিম, আমি খ্রীষ্টান। আমি সকল ধর্মের’। একটা বড় দল দাঙ্গার প্ররোচনা দিচ্ছে। তাঁদের প্ররোচনায় পা দেবেন না”।