নিজস্ব সংবাদদাতা: প্রায় ২৬০০০ শিক্ষকের চাকরি বাতিল। নবান্নে জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে কটাক্ষ করার পাশাপাশি বিজেপি ও সিপিএমকে নিশানা করলেন। মুখ্যমন্ত্রী বলেন, "সুকান্ত বাবু বলেছেন চাকরি যাওয়ার জন্য আমি দায়ী। আপনারা নিজেরা যোগ্য তো? বিকাশ ভট্টাচার্য মামলা করেছিলেন। আপনারা নিজেরা যোগ্য তো? এই মামলার জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। আমি বিজেপি ও কেন্দ্রের টার্গেট বুঝি। সিপিএম জমানায় চিরকুটে চাকরি। সিপিএম-বিজেপি কারুর চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কাড়বেন না। কারুর কাছে রেকর্ড থাকলে আমাদের তথ্য দেবেন"।
/anm-bengali/media/media_files/1000069635.jpg)