নিজস্ব সংবাদদাতা: নবান্নে জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে ভর্ৎসনা করলেন। বলেন, "বিচার ব্যবস্থাকে সম্মান করি রায় মানতে পারছি না। এসএসসি স্বয়ংশাসিত সংস্থা, আমরা এসএসসির কাজের নাক গলাই না। মধ্যপ্রদেশে ব্যাপমকাণ্ডে কি হয়েছে? কত জনের শাস্তি হয়েছে? একজনের অপরাধে কতজনের শাস্তি হয়? বাংলাকে আর কত হেনস্থা করবেন? কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা? শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় আনা কি বিজেপি সরকারের টার্গেট? সুপ্রিম কোর্ট ৩ মাসের মধ্যে নিয়োগ করতে বলেছে। আমরা ৩ মাসের মধ্যে নিয়োগ করে দেব। আমরা চাই তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক। চাকরিহারাদের পাশে মানবিকভাবে দাঁড়িয়েছি। ২৫ হাজার চাকরিহারা মানে ক্ষতিগ্রস্ত কয়েক লক্ষ মানুষ"।
/anm-bengali/media/media_files/tz6aE3HhOn40GW2o6y60.jpg)