নিজস্ব সংবাদদাতা: বাংলায় ২৬-এ বিধানসভা ভোট। কোমর বেঁধে ভোট প্রচারে নামতে উদ্যোগী রাজনৈতিক দলগুলি। মাঠে নামতে প্রস্তুত শাসক দল তৃণমূলও। আসন্ন বিধানসভার আগে জেলায় নজর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ডাবগ্রাম-ফুলবাড়িতে ৩১৪টি বুথের মধ্যে ২৭৭। বালুরঘাটে ১৯৯টি বুথের মধ্যে ১৮১টিতেই হেরেছিল তৃণমূল। শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, 'ভাবুন কী কাজ করেছি।'
/anm-bengali/media/media_files/2024/10/28/FCmFq0O4gocO1EOSKhEc.jpg)