নিজস্ব সংবাদদাতাঃ গাজার বাসিন্দাদের সুরক্ষার জন্য ইজরায়েলের সেনা বাহিনী এক নির্দেশিকা জারি করেছে। যজযাতে বলা হয়েছে যে তারা যেন উত্তর গাজায় যাওয়ার চেষ্টা না করেন। কেননা সেটিকে যুদ্ধের এক কেন্দ্রস্থল বলে মনে করা হচ্ছে। গাজাবাসীরা শুধুমাত্র সালাহ আল-দিন রোড হয়ে ওয়াদি গাজার দক্ষিণে যেতে পারেন।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
এছাড়াও, সীমান্তের এক কিলোমিটারের মধ্যে প্রবেশ করাও নিষিদ্ধ। এবং সমুদ্রেও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)