নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে সাম্প্রদায়িক সহিংসতা ও মৌলবাদের উত্থান উদ্বেগজনকভাবে বাড়তে দেখা গেছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের ঘটনাও সামনে এসেছে। এই প্রেক্ষাপটে কট্টরপন্থীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার ঢাকায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাপ্রধান বলেন, “আমরা হিংসা-বিদ্বেষ চাই না। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।”
তিনি আরও বলেন, “এই দেশ সব মানুষের। আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। আমি নিজে জীবনের একটি বড় সময় পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি। সেখানে শান্তি বজায় রাখতে সেনাবাহিনী বরাবরই ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখতে প্রস্তুত।”
/anm-bengali/media/media_files/2025/03/24/hFdVralgvN9yRuQMOEA3.JPG)
সেনাপ্রধান সম্প্রীতির মূল্যবোধের ওপর জোর দিয়ে বলেন, “আজকের এই অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্মান করতে হবে। মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধার মনোভাব বজায় রাখা জরুরি।”
জেনারেল জামানের এই বক্তব্যকে সময়োচিত এবং শক্তিশালী বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরা। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা প্রতিষ্ঠানের এমন অবস্থান বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক সামাজিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন অনেকে।