নিজস্ব সংবাদদাতা: অবশেষে গ্রেপ্তার হলেন বহু প্রতীক্ষিত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। সূত্রের খবর, ভারতের অনুরোধের পরেই বেলজিয়ামের পুলিশ তাঁকে শনিবার গ্রেপ্তার করে এবং বর্তমানে তাঁকে সেদেশের জেল হেফাজতে রাখা হয়েছে। যদিও ভারত সরকার বা বেলজিয়াম সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে সিবিআই সূত্রে নিশ্চিত করা হয়েছে, ৬৫ বছর বয়সি চোকসিকে আপাতত বেলজিয়ামের একটি সংশোধনাগারে রাখা হয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই তিনি শারীরিক অসুস্থতার অজুহাতে জামিনের আবেদন করতে পারেন আদালতে।
কয়েক দিন আগেই জানা যায়, চোকসি তাঁর স্ত্রী প্রীতির সঙ্গে বেলজিয়ামে রয়েছেন। তারপর থেকেই ভারতের তরফে চোকসির প্রত্যর্পণের জন্য সক্রিয় উদ্যোগ শুরু হয়। শনিবার অবশেষে ২০১৮ এবং ২০২১ সালে মুম্বই আদালতের জারি করা দুটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে পাকড়াও করে বেলজিয়াম পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/03/19/Bki91Vu3LMOcmhJR2kTz.jpeg)
উল্লেখ্য, ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) কেলেঙ্কারিতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে গুজরাটের হিরে ব্যবসায়ী মেহুল চোকসি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর দীর্ঘদিন অ্যান্টিগা, বারবুডা ও ডমিনিকায় পালিয়ে বেড়িয়েছেন তিনি।
২০২১ সালে ডমিনিকা থেকে কিউবা পালানোর চেষ্টার সময় একবার ধরা পড়েছিলেন। তখন তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই একটি “রাজনৈতিক ষড়যন্ত্র”। সেই সময়ও ভারত তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়েছিল, তবে সফল হয়নি।
গত মাসে বেলজিয়াম সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে চোকসি সেদেশে রয়েছেন এবং তাঁকে নজরবন্দি করে রাখা হয়েছে। এরপরই ভারতের তরফে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়। আর এবার সেই পথ অনুসরণ করেই মেহুল চোকসিকে গ্রেফতার করল বেলজিয়াম পুলিশ।