শত্রুর বুকে কম্পন সৃষ্টি করতে এবার ইউক্রেনের তুরুপের তাস হতে চলেছে ''বার্ড অফ প্রে''

নিমেষে শত্রু পক্ষের প্রতিরক্ষামূলক অবস্থানগুলিকে ধ্বংস করতে পারে এই ড্রোন।

author-image
Debjit Biswas
New Update
dte

নিজস্ব সংবাদদাতা : শত্রুর বুকে কম্পন সৃষ্টি করতে এবার ইউক্রেনের তুরুপের তাস হতে চলেছে ''বার্ড অফ প্রে'' নামক একটি বিধ্বংসী ড্রোন। আজ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক ''বার্ড অফ প্রে'' নামের একটি বিধ্বংসী স্বদেশি ড্রোন সিস্টেমকে সামরিক অভিযানের জন্য অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, "এই ড্রোন ইতিমধ্যেই শত্রুপক্ষের সাঁজোয়া যান ও প্রতিরক্ষামূলক অবস্থানগুলিকে  ধ্বংস করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছে।"

Drone manufacturing

অপরদিকে মার্কিন প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, "কৃষ্ণ সাগরে বাণিজ্যিক নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে ও সামরিক উদ্দেশ্যে বাণিজ্যিক জাহাজের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।"