নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ আইন নিয়ে তৈরি হওয়া উত্তেজনা গুরুতর হচ্ছে মুর্শিদাবাদে। অশান্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশকে চাপে পড়তে হয়েছে। এরই মাঝে সাধারণ মানুষের উদ্দেশ্যে শান্তির বার্তা দিলেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার। তিনি বলেন, "পুলিশ সেনাবাহিনী নয়। আমরা সাধারণ মানুষের সুরক্ষা দিতে মাঠে নেমেছি। দয়া করে পুলিশকে সহযোগিতা করুন।" তিনি আরও জানান, হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং যারা দোষী, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
/anm-bengali/media/media_files/2025/04/12/J9Xn5gfBmt2RPCewfUxy.jpg)
ডিজিপি জানিয়েছেন, গতকাল পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে চার রাউন্ড গুলি চালাতে হয়েছে। ঘটনায় ১৮ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশ হিংসা ছড়াতে দিতে চায় না, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
/anm-bengali/media/media_files/2025/04/12/hSEhh467kBV9k1maI0gT.jpg)
রাজ্যের পুলিশের তরফ থেকে সাধারণ মানুষের কাছে আর্জি— গুজবে কান না দিতে এবং শান্তি বজায় রাখতে সক্রিয় সহযোগিতা করতে।