নিজস্ব প্রতিনিধি: হাতির দলের হুড়হুড়িয়া জঙ্গলে প্রবেশ করায় দুশ্চিন্তায় কৃষকেরা। শুক্রবার গভীর রাতে বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ধাদিকার দিক থেকে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া জঙ্গলে প্রবেশ করল ৪০-৫০ টি হাতির একটি দল। গভীর রাতে এই দল জঙ্গলে প্রবেশ করায় চিন্তায় ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকেরা। কারণ মাঠে রয়েছে ধান, তিল, বাদাম সহ একাধিক শাকসবজি। ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
/anm-bengali/media/post_attachments/a45beaf0-17f.png)
গড়বেতা রেঞ্জের অধিন চন্দ্রকোনার হুড়হুড়িয়া জঙ্গল, হাতির পাল এলাকায় প্রবেশ করায় সতর্ক বন দপ্তর। অসময়ে এলাকায় হাতির পালের প্রবেশে হুলুস্থুল পড়ে গিয়েছে হুড়হুড়িয়া সহ আশপাশের এলাকায়। রাতেই গ্রামের মানুষজন হুলা জ্বালিয়ে হাতির পালকে ঘিরে রাখার চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গ্রামের মানুষের তাড়ায় হাতির পাল তিনটি ভাগে ভাগ হয়ে হুড়হুড়িয়া, কামারখালি ও পাশের আমশোলের দিকে যায়। শীতকালে আলুর মরসুমে এইসব এলাকায় হাতির পালের আনাগোনা লেগে থাকে, কিন্তু এসময়ে হঠাৎই হাতির পালের প্রবেশে ঘুম উড়েছে এলাকাবাসী থেকে কৃষকদের।