নিজস্ব প্রতিনিধি: ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় ডাম্পারের ড্রাইভারের কেবিন। কেবিনে আটকে পড়ে চালক। পরে স্থানীয় ও পুলিশের সাহায্যে চালককে উদ্ধার করা হয় কেবিন থেকে।
/anm-bengali/media/post_attachments/854cc973-40a.png)
আহত চালককে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
/anm-bengali/media/post_attachments/9f869c49-b8b.png)
আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের ঘটনা। ডেডি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশ।