নিজস্ব সংবাদদাতা: শনিবার দেশজুড়ে বন্ধ ইউপিআই লেনদেন। বন্ধ হয়ে গেছে পেটিএম, গুগল পে, ফোন পে-এর মতো জনপ্রিয় লেনদেন পরিষেবা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানিয়েছেন, অনলাইন পেমেন্ট করতে গিয়ে তাঁদের পড়তে হচ্ছে সমস্যার মুখে। রিচার্জ বা বিল পেমেন্টও হচ্ছে না আচমকা।
/anm-bengali/media/media_files/2025/04/12/QQeS08BMdFakv0fY2fZc.jpg)
ডাউন ডিরেক্টরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার সময় অভিযোগের সংখ্যা প্রায় ২০০ ছাড়িয়ে যায়। ৬৬ শতাংশ পেমেন্ট সংক্রান্ত জানিয়েছেন, বাকিরা ফান্ড ট্রান্সফার করতে পারেনি।