নিজস্ব সংবাদদাতা : ট্রাম্পের বিশ্বব্যাপী সাহায্য স্থগিত করার কারণে উত্তর-পূর্ব সিরিয়ায় ৯,৫০০ আইএসআইএস জঙ্গি এবং প্রায় ৪০,০০০ নারী ও শিশুর সুরক্ষা দেওয়ার দায়িত্বে থাকা কারাগার ও শিবিরের রক্ষীদের বেতন কমে গেছে। এতে, ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। এই সাহায্য স্থগিতের কারণে, সুরক্ষিত জায়গাগুলোর পরিচালনা এবং সেগুলোর নিরাপত্তা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।