নিজস্ব সংবাদদাতা: কাতার সিরিয়ার থেকে ইসরায়েলকে তার বাফার জোন "অবিলম্বে প্রত্যাহারের" দাবি জানিয়েছে। বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েলি সেনারা ওই এলাকায় প্রবেশ করেছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার দামেস্ক সফরকালে কাতারের প্রধানমন্ত্রী এই বিষয়ে বার্তা দিয়েছেন।