জঙ্গিদের পাকিস্তানী ট্রেন ছিনতাই, একের পর এক হত্যা! সেই বেলুচিস্তান সফরে প্রধানমন্ত্রী

কেন এই সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
shahbaz

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার অশান্ত বেলুচিস্তান প্রদেশ সফর করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে এবং জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের ঘটনার পর সেখানকার জনগণের সাথে সংহতি প্রকাশ করতে, যেখানে ২১ জন বেসামরিক নাগরিক এবং চারজন সৈন্য নিহত হয়েছিল।

Pakistan train hijack Highlights: Pak train siege ends, Army says all  Baloch insurgents killed, 21 passengers dead - India Today

মঙ্গলবার জাফর এক্সপ্রেস ছিনতাইকারী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এর ৩৩ জন জঙ্গিকে নিরাপত্তা বাহিনী হত্যা করার একদিন পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেখানে সফর করলেন। শরীফের সাথে রয়েছেন উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার, পরিকল্পনা, উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নবাবজাদা মীর খালিদ মাগসি এবং অন্যান্যরা।