নিজস্ব সংবাদদাতা : গাজায় আটক সমস্ত ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে, ইসরায়েল গাজার কিছু এলাকায় স্থায়ীভাবে উপস্থিত থাকবে, এবার গাজাকে চরম হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, ''ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজার অতিরিক্ত এলাকা দখল ও সম্প্রসারণের সম্পূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ইসরায়েলি জনগণ ও সেনাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়।''
/anm-bengali/media/post_banners/KBmD3pNiNnU06Hxa2kQE.jpg)
অর্থাৎ গাজায় যে ইসরায়েলি বাহিনীর হামলা এখনও চলতেই থাকবে, তা আজকেই স্পষ্ট করে দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ।