নিজস্ব সংবাদদাতা: একদিকে ভারত, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বুদ্ধ, খ্রিষ্টান সকলে মিলেমিশে একসঙ্গে বসবাস করেন। ঠিক তার বিপরীতে বাংলাদেশে ছড়ানো হচ্ছে সম্প্রীতি বিরোধী উস্কানিমূলক বার্তা। গত বছর আগস্টে শেখ হাসিনার সরকারকে জোরপূর্বক পতন ঘটানোর পর শান্তিতে নোবেল জয়ী ইউনূসকে সরকারে বসানো হয়। আর তারপর থেকেই কার্যত বাংলাদেশে হিন্দুদের শান্তির ঘুম চলে গিয়েছে। বাংলাদেশে হিন্দু বিরোধীতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।
ইউনূস সরকারের আমলে একের পর এক হিন্দু বিরোধী খবর সামনে আসছে বাংলাদেশ থেকে। এবার 'ভয়েস অফ বাংলাদেশী হিন্দুস' এর তরফে একটি ভিডিও সামনে এসেছে। যেখানে হিন্দু বিরোধী মন্তব্য করতে শোনা যাচ্ছে এক ইসলামপন্থী নেতাকে। হিন্দুদের 'গরুর মুত খাওয়া হিন্দু' বলেও অপমান করতে শোনা যাচ্ছে তাকে। ফলে প্রশ্ন উঠছে, ইউনূসের বাংলাদেশে এ কি ভাবে ছড়ানো হচ্ছে সম্প্রীতি বিরোধিতা? ইউনূস কি সম্প্রতি রুখতে আদও সদর্থক ভূমিকা নিতে পারছেন? সকলেই তাকিয়ে রয়েছেন ইউনূস সরকারের দিকে।