পুতিন 'আলোচনার ব্যাপারে সিরিয়াস নন' : সিআইএ পরিচালক

সিআইএর পরিচালক বিল বার্নস মঙ্গলবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধের 'এই পর্যায়ে আলোচনার ব্যাপারে সিরিয়াস নন' এবং যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অগ্রগতিই চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনীতির সম্ভাবনা তৈরি করতে পারে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ww

নিজস্ব সংবাদদাতাঃ সিআইএর পরিচালক বিল বার্নস মঙ্গলবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধের 'এই পর্যায়ে আলোচনার ব্যাপারে সিরিয়াস নন' এবং যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অগ্রগতিই চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনীতির সম্ভাবনা তৈরি করতে পারে। ফাঁস হওয়া মার্কিন সামরিক নথি অনলাইনে প্রকাশিত হওয়ার পর রাইস ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য রাখতে গিয়ে বার্নস ইউক্রেনের পরিকল্পিত আক্রমণের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, 'আগামী মাসগুলোতে অনেক কিছু ঝুঁকির মুখে পড়বে।' পুতিন সম্পর্কে বার্নস বলেন, 'পিছু হটার পরিবর্তে তিনি দ্বিগুণ হয়ে গেছেন, রুশ প্রেসিডেন্ট বিশ্বাস করেন যে তিনি ইউক্রেন ও পাশ্চাত্যকে দমন করতে পারবেন।' তিনি বলেন, "ডনবাস অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের অভিযান সম্ভবত অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, যা ২০২৩ সালের মধ্যে পুরো অঞ্চলটি দখল করার মস্কোর লক্ষ্যকে ব্যর্থ করে দিয়েছে।"