পার্ক স্ট্রিটে ফের অগ্নিকাণ্ড, আতঙ্ক কুইন্স ম্যানসনে
ফের রাজ্যে উদ্ধার আগ্নেয়াস্ত্র! হাড়োয়া থেকে গ্রেফতার চার
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ! ক্ষোভ উগড়ে দিলেন মন্ত্রী
মালদায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে শিক্ষকদের ১২ ঘণ্টার প্রতীকী অনশন
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললেই পুলিশ হয়রানি করছে! উঠল বড় অভিযোগ
ইয়েমেনের রক্তাক্ত সকাল, মার্কিন হামলায় মৃত বহু শ্রমিক
মাঝ আকাশে বিমান হাইজ্যাকের চেষ্টা! যাত্রীর গুলিতে নিহত অভিযুক্ত
চোলাই মদ নির্মূলে মেদিনীপুরে যৌথ অভিযান, ধৃত এক ব্যক্তি
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা শুধুমাত্র রাজনৈতিক কারণে হচ্ছে! কী বলছেন সাংসদ

সমুদ্র উপকূলে 'মাজার পাক' গুরু আশ্রমে উদযাপিত হল ১৬তম সার্বজনীন চিস্তিয়া মিলন মেলা

জাতি ধর্মের ভেদাভেদ ভুলে, মান্দারমনির সমুদ্র উপকূলে 'মাজার পাক'!

author-image
Jaita Chowdhury
New Update
Mandarmani

নিজস্ব সংবাদদাতা: জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে ধর্মীয় ভেদাভেদ ভুলে, মান্দারমনির সমুদ্র উপকূলে 'মাজার পাক' গুরু আশ্রমে উদযাপিত হল ১৬তম সার্বজনীন চিস্তিয়া মিলন মেলা। যখন চারিদিকে সবাই ধর্মীয় ভেদাভেদ ও জাত পাতের বিভাজনে ব্যস্ত। সেরকমই একটি মুহূর্ত দাঁড়িয়ে সর্ব ধর্মের মানুষজনদের নিয়ে মান্দারমনি সমুদ্র উপকূলে অনুষ্ঠিত হলো- ১৬ তম সার্বজনীন চিস্তিয়া মিলন মেলা। পাঞ্জাব, মুম্বাই, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষজন এবং ধর্ম গুরুদের নিয়ে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি, আলোচিত হলো সর্বধর্ম সমন্বয়ে সমস্ত মানুষকে কিভাবে প্রথম মানব ধর্ম পালন করতে হবে। জাত পাত ও ধর্মীয় ভেদাভেদ ভুলে একে অপরের পরিপূরক হয়ে উঠতে হবে। ১৬ বছর আগে এলাকার সর্ব ধর্মের মানুষজনদের নিয়ে চিস্তিয়া মিলন মেলার শুভ উদ্বোধন করেছিলেন- সুধির বাবা। কারণ তিনি তৎকালীন সময়ে বুঝতে পেরেছিলেন জনমানবহীন এই মান্দারমনি একদিন বিশ্ব মানচিত্র স্থান পাবে। তাই তিনি ভবিষ্যতে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভেদকে দূর করতে এই ধরনের উদ্যোগ নিয়েছিলেন।

 ভারতবর্ষের বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই ধরনের কর্মসূচির ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। এমনটা জানিয়েছেন, এই মিলনমেলার সভাপতি মীর মমরেজ আলী ও মেলা কমিটির কর্মকর্তা মীর এয়ার আলী। পাশাপাশি দেশের ভিন্ন প্রান্ত থেকে আগত একাধিক ধর্মের ধর্মগুরুরাও জানিয়েছেন- ভারতবর্ষের প্রতিটি প্রান্তে এই ধরনের মিলনমেলার প্রয়োজনীয়তা রয়েছে। যেখান থেকে বার্তা যাবে- জাতি ধর্ম ও জাতপাতের রাজনীতির উর্ধ্বে মানব ধর্ম। এই মুহূর্তে সর্ব ধর্ম সম্মেলনের প্রয়োজনীয়তা রয়েছে। যেখানে সব ধর্মের মানুষকে একত্রিত করে- মনুষ্যত্ব, মানবিকতা, প্রেম ও ভালোবাসার বার্তা দেওয়াই এই মিলন মেলার মূল উদ্দেশ্য।

 

Mandarmani