নিজস্ব সংবাদদাতা: পিংলা থানার অন্তর্গত জামনা বুড়ির পুকুর সংলগ্ন ব্যস্ততম রাজ্য সড়কের নিচ দিয়ে ড্রিল করে পাইপলাইন বসানোর কাজ সম্পূর্ণ হয়, তারপরেই রাস্তায় তৈরি হয়েছে বড়সড় গর্ত। এই গর্তের কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
/anm-bengali/media/media_files/2025/04/12/aQPGnx07VnFvlqg8mFM3.jpg)
জেলা প্রশাসনের তরফে কাজ সম্পূর্ণ না হওয়ায় সাধারণ মানুষ পড়েছিলেন বিপদের মুখে। আর ঠিক তখনই মানবিক উদ্যোগ নিল পিংলা থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ।
এদিন রাস্তার পাশে দেখা গেল পুলিশের আধিকারিকদের কোদাল হাতে—সঙ্গে বস্তা, মোরাম। রাস্তার গর্ত নিজে হাতে মেরামতের কাজে নামলেন পিংলা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশকর্মীরা। নিজেরাই রাস্তার ধারে থেকে মোরাম সংগ্রহ করে গর্ত ভরাটের কাজ করেন, যাতে কোনো বাইক বা চারচাকা গাড়ি দুর্ঘটনায় না পড়ে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশের এই মানবিক মুখ আবারও প্রমাণ করল—পুলিশ মানেই শুধুই আইন রক্ষা নয়, প্রয়োজনে তারা হয়ে ওঠেন পথের সাথীও।