নিজস্ব সংবাদদাতা : এবার ঔরঙ্গজেবকে নিয়ে করা তার একটি মন্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলতে গিয়ে, বিস্ফোরক দাবি করে বসলেন, মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি। তিনি বলেন, ''আমি আমার সমস্ত কথা ফিরিয়ে নিচ্ছি, কারণ এটি নিয়ে ব্যাপক জলঘোলা হচ্ছে। লোকজন আমাকে ফোন করে গালাগালি দিচ্ছে, আমি ভয়ে ফোন ধরছি না, এমনকি ফোনে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে।"
/anm-bengali/media/media_files/2025/03/05/XLz3q9ejTsX0OjD63Cu3.jpg)
এছাড়াও তিনি বলেন, ''বিধানসভার স্পিকার আমাকে সাসপেন্ড করেছেন। আমি শুধু চাই যে বিধানসভা স্বাভাবিক ভাবে চলুক, তাই আমি আমার সমস্ত কথা ফিরিয়ে নিলাম।