কংগ্রেস দেশকে সংবিধান উপহার দিয়েছে ! বড় মন্তব্য করলেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী শিবকুমার

শিবকুমারের এই মন্তব্যে তার রাজনৈতিক বার্তাও স্পষ্ট।

author-image
Debjit Biswas
New Update
DK SHIVKUMAR.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার সংবিধান প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক বড় মন্তব্য করলেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি.কে.শিবকুমার। তিনি বলেন,  “বাবাসাহেব আম্বেদকরের নেতৃত্বে কংগ্রেসই দেশকে প্রথম সংবিধান উপহার দিয়েছে। কংগ্রেস সর্বদা সংবিধানের মূল্যবোধ রক্ষা করে এসেছে।”

shivkumar11.jpg

এছাড়াও তিনি বলেন, “আমাদের নেতারা প্রথম দিন থেকেই সংবিধান রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।”