নিজস্ব সংবাদদাতা : এবার সংবিধান প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক বড় মন্তব্য করলেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি.কে.শিবকুমার। তিনি বলেন, “বাবাসাহেব আম্বেদকরের নেতৃত্বে কংগ্রেসই দেশকে প্রথম সংবিধান উপহার দিয়েছে। কংগ্রেস সর্বদা সংবিধানের মূল্যবোধ রক্ষা করে এসেছে।”
/anm-bengali/media/media_files/t3j0gl1LoCCymKGVYg6T.jpg)
এছাড়াও তিনি বলেন, “আমাদের নেতারা প্রথম দিন থেকেই সংবিধান রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।”