নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ সংশোধনী বিলের সমর্থনে নিজের মতামত দিতে গিয়ে এক বড় মন্তব্য করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তিনি বলেন, "ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়া প্রতিটি ভারতীয়র জন্যই এক আনন্দের বিষয়।"
/anm-bengali/media/media_files/XjbzAIb1BeN8AcxsDNHY.jpg)
এরপরেই তিনি বলেন, ''কোনও মানুষই এটা চাইবেন না, যে হঠাৎ করে কোনও প্রতিষ্ঠান তার ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার দাবি করুক। আজ দেশ বুঝেছে যে ওয়াকফ এবং ওয়াকফ বোর্ড সম্পূর্ণ আলাদা বিষয়। এই দেশ সংবিধান অনুযায়ী চলবে, আর বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান সকলের জন্য সমান।"