নিজস্ব সংবাদদাতা: সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল জঙ্গিপুর। মঙ্গলবার বিকেলে বিক্ষোভ থেকে হিংসা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা চত্বর। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, লাগানো হয় আগুন। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এক হৃদয়স্পর্শী ঘটনা সামনে এসেছে। প্রাণ বাঁচাতে পুলিশের এক দল কর্মী আশ্রয় নেন স্থানীয় ব্যবসায়ী ইমরান হকের দোকানে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আতঙ্কে শরণ নেন পুলিশকর্মীরা এবং হাত জোড় করে ব্যবসায়ীর কাছে শাটার নামানোর অনুরোধ জানান।
ইমরান হকের কথায়, "ওঁরা অনুরোধ করেন, বাঁচান। আমি দেরি না করে দোকানের শাটার বন্ধ করে দিই। ভেতরে ঢুকিয়ে তাঁদের নিরাপদে রাখি।" উন্মত্ত জনতা দোকানে চড়াও হলেও তিনি শাটার খোলেননি। এর ফলেই তাঁর দোকানেও চলে ভাঙচুর।
যদিও এই ঘটনার মধ্যে দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুললেন ইমরান হক। হিংসার মধ্যে দাঁড়িয়ে পুলিশকর্মীদের আশ্রয় দিয়ে তিনি দেখালেন, বিপদের সময় পাশে দাঁড়ানোই সত্যিকারের নাগরিক দায়িত্ব।
/anm-bengali/media/media_files/2025/03/19/OONyLBYVugnWi0sT0y48.PNG)
প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ-বিক্ষোভ জোরদার হচ্ছে। জঙ্গিপুরে মঙ্গলবারের ঘটনা সেই বিক্ষোভেরই চরম বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।