"অসীম মুনির, তোমার কবর খোঁড়া হবে"- সোজা হুমকি দিয়ে দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন শীর্ষ পুলিশ কর্মকর্তা!
কোনও যুদ্ধবিরতি মানা হচ্ছে না! প্রমাণ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
শ্রীনগরে ড্রোন হামলা, পাল্টা জবাবে সক্রিয় ভারত
BREAKING: যুদ্ধবিরতি? "হোয়াট দ্য হেল..."! এবার একেবারে ক্ষেপে গেলেন মুখ্যমন্ত্রী
জম্মু-কাশ্মীরে পাকিস্তানের গুলি, পাল্টা জবাবে বিএসএফকে ‘পূর্ণ শক্তি’তে হামলার নির্দেশ কেন্দ্রের
BREAKING : নির্লজ্জতার সীমা ছাড়ালো পাকিস্তান ! ফের ব্ল্যাক আউট শ্রীনগর, উধমপুরে
BIG BREAKING: কোথায় যুদ্ধবিরতি? কোথায় শান্তি? ফের হামলা চালাল পাকিস্তান
সাম্বায় পাকিস্তানের গুলি, বাজলো সাইরেন
ট্রাম্পের মধ্যস্থতা! ভারত বলছে যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষই "সরাসরি" কাজ করেছে

ছুটির মর্ষমের দুঃসংবাদ : হাওড়া-শালিমার-সাঁতরাগাছি থেকে বাতিল একাধিক ট্রেন

পয়লা বৈশাখের আগে হাওড়া, সাঁতরাগাছি ও শালিমার স্টেশন থেকে ছাড়ে বা পৌঁছায় এমন একাধিক ট্রেন বাতিল করল রেল। আগেই টিকিট কাটা যাত্রীরা বিপাকে।

author-image
Debapriya Sarkar
New Update
Train

নিজস্ব সংবাদদাতা : পয়লা বৈশাখের আগে একাধিক ছুটি মিলিয়ে অনেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অনেকেই আগেই টিকিট কেটেছেন। কিন্তু তারই মাঝে বড় দুঃসংবাদ দিল রেল দফতর। হাওড়া, সাঁতরাগাছি ও শালিমার স্টেশন থেকে ছাড়ে বা সেখানে পৌঁছায়— এমন একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

Train

রেল দপ্তর জানিয়েছে, হাওড়া, শালিমার ও সাঁতরাগাচি স্টেশন থেকে চলাচলকারী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। কোথাও রেললাইনের সংস্কার কাজ, কোথাও ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ছত্তীসগড় দিয়ে যাওয়া ট্রেনগুলির উপর বেশি প্রভাব পড়েছে। ফলে এই সময় ভ্রমণের পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনা করাই ভালো।

যে সব ট্রেন বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া-মুম্বই এক্সপ্রেস, গীতাঞ্জলি এক্সপ্রেস, আজাদ হিন্দ এক্সপ্রেস, শালিমার-পোরবন্দর এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস ও জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের মতো জনপ্রিয় নাম। এপ্রিল মাসের বিভিন্ন তারিখে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৯ থেকে ২৪ এপ্রিলের মাঝামাঝি সময়কাল।

train

রেল দফতরের তরফ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন রওনা হওয়ার আগে রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা হেল্পলাইনের মাধ্যমে নিজেদের ট্রেনের সর্বশেষ আপডেট জেনে নেন। যাঁদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাঁদের জন্য এই তথ্য অত্যন্ত জরুরি। এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘুরতে যাওয়া বহু মানুষকে প্রভাবিত করতে পারে। তাই আগে থেকেই সতর্ক হওয়া এবং বিকল্প যাত্রার ব্যবস্থা করে রাখা এখন সময়ের দাবি।