নিজস্ব সংবাদদাতা: চাকরির দাবিতে ফের উত্তাল রাজ্য। বুধবার কসবায় ডিআই অফিস চত্বরে বিক্ষোভে নামেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। অভিযোগ, তারা যখন জোর করে অফিস চত্বরে প্রবেশ করেন, তখনই পুলিশ মারমুখী হয়ে ওঠে এবং বিক্ষোভকারীদের উপর চালানো হয় বেপরোয়া লাঠিচার্জ।
চাকরিহারারা বলেন, “আমরা তো আপনাদের সন্তানদের পড়াই। আমাদের উপর এই নির্দয়তা কেন?” এক শিক্ষিকার আক্ষেপ, “আজ আমাদের ক্লাসরুমে থাকার কথা ছিল। কিন্তু আজ আমরা রাস্তায়, পুলিশের লাঠির সামনে।”
এই ঘটনার জেরে রাজনৈতিক মহলেও শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। লালবাজারের সামনে বিক্ষোভে নামেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা। তাঁদের অভিযোগ, পুলিশ নির্মমভাবে শিক্ষক-শিক্ষিকাদের উপর লাঠিচার্জ করেছে।
/anm-bengali/media/media_files/2025/04/09/AeufOTD3vH8iD3mH37f6.jpg)
পরে পুলিশ ওই বিজেপি নেতাদের গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলে, যার জেরে চাঞ্চল্য ছড়ায়। কিছু সময় পরেই লালবাজারে এসে উপস্থিত হন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি পুলিশের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি একা এসেছি, তবু ঢুকতে দিচ্ছে না। বিজেপি বিধায়ক হয়েও কেন আমি ঢুকতে পারব না?”
তিনি আরও বলেন, “এটাই এখন রাজ্যের হিসাব, প্রতিবাদ করলেই মার। পুলিশ দিয়ে আন্দোলনকারীদের দমন করা হচ্ছে।” রাজ্যের একাধিক জেলা— কোচবিহার, বারাসত, কৃষ্ণনগর, শিলিগুড়ি, মুর্শিদাবাদ— ইতিমধ্যেই বিক্ষোভ ও উত্তেজনার আঁচে জ্বলছে কসবায় এক শিক্ষক বলেন, “পেটে আগুন জ্বলছে, এবার সারা বাংলায় আগুন জ্বলবে।” আরও এক শিক্ষিকার কথায়, “ওদিকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আর এখানে পুলিশ দিয়ে আমাদের মারছেন। আমরা ন্যায্য দাবি চাইতে এসেছি।”