লাথির পর লাথি শিক্ষককে! পুলিশের নির্মম ব্যবহারে শিউরে উঠছে গোটা বাংলা

চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের ওপর লাঠিচার্জ পুলিশের।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Ssc

নিজস্ব সংবাদদাতা: চাকরির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। কিন্তু সেই আন্দোলন দমনে ‘অ্যাকশন মোডে’ দেখা গেল কলকাতা পুলিশকে। অভিযোগ, বিক্ষোভকারীদের উপর বেধড়ক লাঠিচার্জ চালানো হয়েছে। আহত হয়েছেন বহু শিক্ষক-শিক্ষিকা। এমনকি মহিলা বিক্ষোভকারীরাও পুলিশের মারধর থেকে রেহাই পাননি।

WhatsApp Image 2025-04-09 at 13.46.48

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুলিশের উর্দি পরিহিত এক আধিকারিক এক বিক্ষোভকারী শিক্ষককে প্রথমে পায়ে লাথি মারছেন। সেই শিক্ষক মাটিতে বসে পড়লেও আক্রমণ থামেনি। পরে আরও এক পুলিশ সদস্য এসে তাঁকে মারতে থাকেন।

বিক্ষোভকারীদের প্রশ্ন, “আমরা কি জঙ্গি? তাহলে আমাদের উপর এই বর্বরতা কেন?” একই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই পুলিশ আধিকারিক এক মহিলা বিক্ষোভকারীর দিকেও লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন। যদিও পরে এক মহিলা পুলিশ কনস্টেবল এসে বাধা দেন।

পুলিশি হস্তক্ষেপ থেকে বাদ যায়নি সংবাদমাধ্যমও।