নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল লরির চালকের, আহত খালাসী। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ভাট মারার জঙ্গলে এই দুর্ঘটনাটি ঘটে।
/anm-bengali/media/post_attachments/25e68644-d33.png)
একটি মাল বোঝাই লরি বিষ্ণুপুর থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। লরির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাছে। লরির সামনে অংশ সম্পূর্ণভাবে দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় লরি চালকের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় খালাসিকে। তাকে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার স্থলে পৌঁছায় পুলিশ আর তদন্ত শুরু করে। মৃত ব্যক্তির পরিবার-পরিজনকে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যেই।