আমরা সব ধর্মকে সম্মান জানাই, সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

'তাঁদের অনুষ্ঠান করার কোনও অধিকার নেই?'

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Mamata

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহাবীর জয়ন্তীতে সম্প্রতির বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একই সাথে ওয়াকফ সংশোধনী বিল নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এদিন মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই সম্প্রীতির বার্তা দিলেন নেত্রী। বিরোধীদের আক্রমণের জবাব দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “যদি দুর্গাপুজোর আমন্ত্রণে যেতে পারি, তাহলে ইফতারের আমন্ত্রণে নয় কেন? তারা যদি ইফতারের দাওয়াত দেয়, তাহলে আমি যাবো না? আমি গেলেই সেটা খারাপ হয়ে যাবে? কেন এমনটা হবে? তাঁদের অনুষ্ঠান করার কোনও অধিকার নেই?”

Mamata

এদিন এই ভাবেই বিরোধীদের একহাত নেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ভয় পাবেন না, আপনাদের কারোর সম্পত্তি কেড়ে নেওয়ার কারোর অধিকার নেই। আমি আছি, আপনাদের সম্পত্তি আমি কাউকে কাড়তে দেব না। আপনাদের এবং আপনাদের সম্পত্তির দেখভাল করবো আমি”। কার্যত এই ভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে দেখা যায় বিরোধীদের।