নিজস্ব সংবাদদাতা : বিগত কয়েকদিনের তীব্র গরমের পর রাজ্যে অবশেষে মিলতে পারে স্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
/anm-bengali/media/media_files/LkTEdaUfbxwcWz7vFC1k.jpg)
কলকাতার আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। সকাল থেকেই মেঘলা আকাশ এবং হালকা ঠান্ডা হাওয়া রয়েছে শহরে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শহরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা ভারী হবে না। বর্তমানে শহরে তীব্র গরমের কোনও আশঙ্কা নেই।
/anm-bengali/media/media_files/5fJ6SM8GrBWiaj7oOoNJ.jpg)
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে কোথাও কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টির কারণে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
/anm-bengali/media/media_files/iDwpgZjrwjd1RkyCwSXY.jpg)
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-সহ পার্বত্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
/anm-bengali/media/media_files/s9bharYuXaUaY7c2dhFG.jpg)
সব মিলিয়ে রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার কিছুটা পতন ঘটতে পারে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে ছাতা সঙ্গে রাখতে পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।