নিজস্ব সংবাদদাতা: চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন ঘিরে ফের উত্তাল হল রাজ্য। বুধবার সকালে কসবার ডিআই অফিসের সামনে স্মারকলিপি জমা দিতে গিয়ে পুলিশের লাঠিচার্জের মুখে পড়লেন একাংশ চাকরিহারা শিক্ষক। ঘটনায় বেশ কয়েকজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন, কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে।
সকালে কসবার ডিআই অফিসের সামনে জড়ো হন চাকরি হারানো শিক্ষকরা। অভিযোগ, অফিসে প্রবেশের অনুমতি না দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। ব্যারিকেডে ঘেরা এলাকায় প্রবেশ করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি, এবং তারপরই লাঠিচার্জ করে পুলিশ।
চাকরিহারাদের বক্তব্য, "আমরা কোনও রাজনৈতিক দলের সদস্য নই। শুধু কাজ চাইতে এসেছিলাম। সেই কারণেই কি পুলিশের লাঠির মুখে পড়তে হল?”
/anm-bengali/media/media_files/2025/04/09/6DYiCueMYniSetZDmNwy.jpeg)
বুধবার শুধু কলকাতাই নয়, রাজ্যের একাধিক জেলায় ডিআই অফিস অভিযান চালান চাকরি হারানো শিক্ষকরা। তাঁদের দাবি ছিল, স্থানীয় স্কুল পরিদর্শকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া।
কিন্তু কসবার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, কয়েকজনের হাত-পা ভেঙেছে, অনেকেই হাসপাতালে ভর্তি। কসবা ডিআই অফিস এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।