নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক নিয়ে এশিয়ার দেশগুলো ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে। চীন কড়া জবাব দিয়েছে— তারাও পাল্টা শুল্ক বসিয়েছে। কিন্তু অন্য অনেক দেশ ট্রাম্পের সঙ্গে চুক্তি করার জন্য যোগাযোগ শুরু করেছে।
/anm-bengali/media/media_files/2025/03/26/tiPVNJ716u905iMg7MBz.jpg)
ট্রাম্প তার নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ লিখেছেন, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুর সঙ্গে তার দারুণ একটা ফোনালাপ হয়েছে। এরপরেই ট্রাম্পের বলেন, "আমাদের দুই দেশের মধ্যে দারুণ এক চুক্তি হতে পারে।" ট্রাম্প চীন নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেছেন "চীনও চুক্তি করতে চায়, খুব চায়। কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে পারছে না। আমরা তাদের ফোনের অপেক্ষায় আছি।"
/anm-bengali/media/media_files/2024/11/06/zfhYCUIRSLE594TWAWWb.jpg)
এদিকে, ভারতের সঙ্গেও আলোচনা চলছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থার মতে, ভারত প্রায় ২৩ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক কমাতে পারে, যাতে তাদের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠাতে সুবিধা হয়। সব মিলিয়ে, ট্রাম্পের শুল্ক নীতিকে ঘিরে কিছু দেশ রাগ দেখাচ্ছে, আবার কিছু দেশ চেষ্টা করছে আলোচনার মাধ্যমে সমঝোতা করতে।