BREAKING : যুদ্ধবিরতিতে সম্মত ভারত ! বড় ঘোষণা করলেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর
পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভারতের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তাঁদের হার এতেই স্পষ্ট
পহেলগাঁও হামলা থেকে বর্তমান উত্তেজনা—বিশেষ অধিবেশনের দাবি কংগ্রেসের
BREAKING : যুদ্ধবিরতি ঘোষণার পরেই তড়িঘড়ি মোদির কাছে পৌঁছালেন অজিত দোভাল ! কোনও বড় কারণ
BREAKING : যুদ্ধবিরতিতে সম্মত দুই পক্ষই ! এবার বড় ঘোষণা করলেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইশাক দার
মুখোমুখি আলোচনায় বসবে কি ভারত-পাকিস্তান? শান্তি আলোচনার ঘোষণা মার্কিন প্রশাসনের
১৯৭১-এর সাক্ষী ছিল এই শিবির, দেখেছিল যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের জয়, ২০২৫-এ সেই স্মৃতি আজও রঙীন!
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে আগ্রায় তাজমহল ঘিরে নিরাপত্তা মহড়া
BREAKING : থামতে চলেছে ভারত-পাকিস্তান যুদ্ধ ! বড় টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প, দেখুন বড় খবর

ট্রাম্পের শুল্ক যুদ্ধ - চীন রেগে গেছে, অন্য দেশগুলো চাইছে চুক্তি

যুক্তরাষ্ট্রের ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্তে চীন ক্ষুব্ধ। তবে কোরিয়া ও ভারত আলোচনার টেবিলে বসতে আগ্রহী বলে জানিয়েছেন ট্রাম্প।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক নিয়ে এশিয়ার দেশগুলো ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে। চীন কড়া জবাব দিয়েছে— তারাও পাল্টা শুল্ক বসিয়েছে। কিন্তু অন্য অনেক দেশ ট্রাম্পের সঙ্গে চুক্তি করার জন্য যোগাযোগ শুরু করেছে।

Trump xi

ট্রাম্প তার নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ লিখেছেন, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুর সঙ্গে তার দারুণ একটা ফোনালাপ হয়েছে। এরপরেই ট্রাম্পের বলেন, "আমাদের দুই দেশের মধ্যে দারুণ এক চুক্তি হতে পারে।" ট্রাম্প চীন নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেছেন "চীনও চুক্তি করতে চায়, খুব চায়। কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে পারছে না। আমরা তাদের ফোনের অপেক্ষায় আছি।"

modi trump

এদিকে, ভারতের সঙ্গেও আলোচনা চলছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থার মতে, ভারত প্রায় ২৩ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক কমাতে পারে, যাতে তাদের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠাতে সুবিধা হয়। সব মিলিয়ে, ট্রাম্পের শুল্ক নীতিকে ঘিরে কিছু দেশ রাগ দেখাচ্ছে, আবার কিছু দেশ চেষ্টা করছে আলোচনার মাধ্যমে সমঝোতা করতে।