নিজস্ব সংবাদদাতা : মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব আজ সামত্ব ভবনে, নর্মদা বেসিন প্রকল্প সংস্থার পরিচালনা পর্ষদের ৩২তম বৈঠক পরিচালনা করলেন।
/anm-bengali/media/media_files/oLqkk0eovJnleMBLLbi8.jpg)
এই বৈঠকে নর্মদা নদী সংরক্ষণ, জলসম্পদ ব্যবস্থাপনা ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে রাজ্যের জলসম্পদের যথাযথ ব্যবহার সুনিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।